প্রচ্ছদ > আন্তর্জাতিক >

বেলুচিস্তানে মাহরাং’র মুক্তি চেয়ে দ্বিতীয় ধাপে আন্দোলন

article-img

বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গাল (বিএনপি-এম) শুক্রবার মাসতুং-এ তাদের আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু করেছে। তারা বিওয়াইসি কমিটির প্রধান সংগঠক ডা. মাহরাং বালুচ এবং অন্যান্য গ্রেপ্তারকৃত নারী কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন। খবর ডনের।

এর আগে দলটি তাদের ২০ দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষ করেছে।

এবার তারা ১৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত প্রদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। 

 

কর্মসূচী উপলক্ষে বিএনপি-এম নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকেরা শহরের মধ্য দিয়ে পতাকা ও ব্যানার নিয়ে মিছিল করে।

জেইউআই-এফ ও জামাত-ই-ইসলামির নেতারাও বিক্ষোভে যোগ দিয়েছেন। তারা এই ধরনের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, গ্রেপ্তার হওয়া নারীদের দ্রুত মুক্তি না দিলে বেলুচিস্তানের পরিস্থিতি আরো খারাপ হবে।

 

বিএনপি-এম প্রধান সরদার আখতার মেঙ্গাল জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।


আরো খবর